হিতোপদেশ 2:12-18 পবিত্র বাইবেল (SBCL)

12. এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানই তোমাকে রক্ষা করবে;রক্ষা করবে তাদের থেকে-যারা মিথ্যা কথা বলে,

13. যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে,

14. যারা মন্দ কাজে আনন্দ পায়,মন্দতার কুটিল পথেই যাদের আনন্দ,

15. আর যারা বাঁকা পথে ও বিপথে চলে।

16. জ্ঞানই তোমাকে রক্ষা করবে ব্যভিচারিণীর হাত থেকে,মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।

17. সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছেআর তার ঈশ্বরের স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে।

18. তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে,তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে।

হিতোপদেশ 2