হিতোপদেশ 2:1-10 পবিত্র বাইবেল (SBCL)

1. ছেলে আমার, তুমি যদি আমার কথা শোনআর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশজমা করে রাখ,

2. যদি সুবুদ্ধির কথায় কান দাওআর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও,

3. যদি বিবেচনা-শক্তিকে ডাকআর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে,

4. যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির খোঁজ করআর গুপ্তধনের মত তা খুঁজে দেখ,

5. তাহলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি,তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে;

6. কারণ সদাপ্রভুই সুবুদ্ধি দান করেন,তাঁর মুখ থেকেই জ্ঞান ও বিচারবুদ্ধি বের হয়ে আসে।

7. খাঁটি অন্তরের লোকদের জন্যতিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন;যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন,

8. যেন তিনি ন্যায়বিচার বজায় রাখতে পারেন,আর তাঁর ভক্তদের পথ রক্ষা করতে পারেন।

9. যদি তুমি আমার কথা শোন,তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎআর বুঝতে পারবে মংগলের সমস্ত পথ;

10. কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে,আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে।

হিতোপদেশ 2