8. যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়।
9. মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।
10. বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়াআরও অনুপযুক্ত।