হিতোপদেশ 19:20-23 পবিত্র বাইবেল (SBCL)

20. উপদেশে কান দাও, শাসন মেনে চল;পরে তুমি জ্ঞানী হতে পারবে।

21. মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে,কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তা-ই হবে।

22. মানুষ মানুষের কাছ থেকে অটল ভালবাসা পেতে চায়;মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল।

23. সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়;যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে,কোন বিপদ তার কাছে আসতে পারে না।

হিতোপদেশ 19