12. রাজার রাগ সিংহের গর্জনের মত,কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।
13. বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়,আর ঝগড়াটে স্ত্রী টপ্ টপ্ করে ফোঁটা পড়বার মত।
14. ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়,কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে।
15. অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে;অলস লোক খিদেয় কষ্ট পায়।
16. যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে;কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।