হিতোপদেশ 18:9-15 পবিত্র বাইবেল (SBCL)

9. যে নিজের কাজে অলসতা করে সে ধ্বংসকারীর ভাই।

10. সদাপ্রভুই শক্ত দুর্গের মত;ঈশ্বরভক্ত লোক সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়।

11. ধনীদের ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;তাদের ধনকেই তারা মনে করে রক্ষাকারী দেয়াল।

12. মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে,কিন্তু নম্রতা সম্মান আনে।

13. শুনবার আগেই যে লোক উত্তর দেয়তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।

14. দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে,কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?

15. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে,আর জ্ঞানীদের কান জ্ঞানের খোঁজ করে।

হিতোপদেশ 18