4. মানুষের মুখের কথা যেন মাটির গভীরে থাকা জল,কিন্তু জ্ঞানী লোকের মুখের কথাযেন ফোয়ারা থেকে বেরিয়ে আসা স্রোতের জল।
5. দোষী লোকের পক্ষ নেওয়া ঠিক নয়,তাতে নির্দোষীর প্রতি অবিচার করা হয়।
6. বিবেচনাহীনের কথার দরুন মকদ্দমা হয়,আর তার কথার জন্য তাকে মার খেতে হয়।
7. বিবেচনাহীনের মুখই তার সর্বনাশের কারণ;তার কথার দরুন তার জীবন ফাঁদে পড়ে।
8. নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত,মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।
9. যে নিজের কাজে অলসতা করে সে ধ্বংসকারীর ভাই।
10. সদাপ্রভুই শক্ত দুর্গের মত;ঈশ্বরভক্ত লোক সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়।
11. ধনীদের ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;তাদের ধনকেই তারা মনে করে রক্ষাকারী দেয়াল।
12. মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে,কিন্তু নম্রতা সম্মান আনে।