হিতোপদেশ 18:18-22 পবিত্র বাইবেল (SBCL)

18. গুলিবাঁট করে ঝগড়া বন্ধ করা হয়আর দুই বলবান পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।

19. ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাইশক্তিশালী শহরের চেয়েও শক্ত;আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর ফটকের শক্ত হুড়কার মত।

20. মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করেতাতে তার অন্তর ভরে যায়;তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।

21. মুখের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু;যারা উপযুক্ত কথা বলতে ভালবাসে তারা তার ফল লাভ করবে।

22. যে লোক স্ত্রী পায় সে আশীর্বাদ পায়আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়।

হিতোপদেশ 18