15. যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে,তাদের উভয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
16. জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতেটাকা থাকলে কি লাভ?তার তো বুদ্ধি নেই।
17. বন্ধু সব সময়েই ভালবাসে,আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।
18. যে লোকের বিচারবুদ্ধির অভাব আছেসে হাতে হাত মিলিয়ে চুক্তি করে আর বন্ধুর জামিন হয়।
19. যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসেসে ঝগড়া করতে ভালবাসে;যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।
20. যে লোকের অন্তর কুটিল তার মংগল হয় না;যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।
21. বিবেচনাহীন সন্তান মা-বাবার জন্য দুঃখ নিয়ে আসে;ভক্তিহীন সন্তানের বাবার আনন্দ বলতে কিছু নেই।
22. আনন্দিত অন্তর স্বাস্থ্য ভাল রাখে,কিন্তু ভাংগা মন স্বাস্থ্য নষ্ট করে।
23. বিচারের রায় ঘুরিয়ে দেবার জন্যদুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয়।
24. যার বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের দিকে মনোযোগ দেয়,কিন্তু বিবেচনাহীন লোকের মন দুনিয়ার সব দিকেই ঘুরে বেড়ায়।