হিতোপদেশ 16:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে,কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন।

10. রাজার মুখে বিচারের ন্যায্য রায় থাকে;তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না।

11. সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি সদাপ্রভুর;থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল।

হিতোপদেশ 16