হিতোপদেশ 16:27-30 পবিত্র বাইবেল (SBCL)

27. নীচমনা লোক মন্দ কাজ করবার জন্য ষড়যন্ত্র করে;তার কথাবার্তা ঝল্‌সে দেওয়া আগুনের মত।

28. যে লোক কুটিল সে ঝগড়া খুঁচিয়ে তোলে,আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।

29. অত্যাচারী লোকের জীবন দেখে অন্যেরা লোভে পড়েআর কুপথে যায়।

30. যে লোক চোখ টেপে সে কুমতলব করে;যে লোক ঠোঁট বাঁকায় সে মন্দ কাজ করবে বলে ঠিক করেছে।

হিতোপদেশ 16