20. যে লোক ঈশ্বরের বাক্যে কান দেয় তার মংগল হয়,আর যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য।
21. যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়,আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে।
22. যার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার কাছে জীবনের ফোয়ারার মত;অসাড়-বিবেক লোকদের বোকামিই তাদের শাস্তি।
23. জ্ঞানী লোকের অন্তর তার মুখকে পরিচালনা করে,তাতে তার শিক্ষায় অন্যদের জ্ঞান বাড়ে।
24. মিষ্টি কথা মৌচাকের মত;অন্তরের জন্য তা মধুর আর তা দেহকে সুস্থ রাখে।
25. একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়,কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।