14. রাজার রাগ মৃত্যুর দূতের মত,কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।
15. রাজা সন্তুষ্ট হলে জীবন বাঁচে;তাঁর দয়া বসন্তকালের বৃষ্টির মেঘের মত।
16. সোনার চেয়ে জ্ঞান লাভ করা কত ভাল!আর রূপার চেয়ে বিচারবুদ্ধি লাভ করা কত পছন্দনীয়!
17. মন্দ থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ;যে লোক তার জীবন-পথের দিকে খেয়াল রাখেসে তার প্রাণ রক্ষা করে।
18. অহংকার ধ্বংস আনে আর গর্বে ভরা মন পতন আনে।
19. অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়েনম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল।
20. যে লোক ঈশ্বরের বাক্যে কান দেয় তার মংগল হয়,আর যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য।
21. যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়,আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে।
22. যার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার কাছে জীবনের ফোয়ারার মত;অসাড়-বিবেক লোকদের বোকামিই তাদের শাস্তি।
23. জ্ঞানী লোকের অন্তর তার মুখকে পরিচালনা করে,তাতে তার শিক্ষায় অন্যদের জ্ঞান বাড়ে।