1. মানুষ মনে মনে পরিকল্পনা করে,কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতাসদাপ্রভুর কাছ থেকে আসে।
2. মানুষের সব পথই তার নিজের কাছে নির্দোষ,কিন্তু সদাপ্রভু তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন।
3. তুমি যা-ই কর না কেন তার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও;তাতে তোমার পরিকল্পনা সফল হবে।
4. সদাপ্রভু সব কিছু তৈরী করেছেনতাদের নিজের নিজের উদ্দেশ্য অনুসারে;দুষ্টকেও তিনি দুর্দশা-দিনের জন্যই ঠিক করে রেখেছেন।
5. যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে সদাপ্রভু ঘৃণার চোখে দেখেন;তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে।