14. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের খোঁজ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15. দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন।
16. অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েসদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের সংগে অল্পও ভাল।
17. ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।