1. নরম উত্তর রাগ দূর করে,কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।
2. জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে,কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামিস্রোতের মত বের হয়ে আসে।
3. সদাপ্রভুর চোখ সবখানেই আছে;তা ভাল ও মন্দ লোকদের উপর নজর রাখে।
4. যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
5. অসাড়-বিবেক লোক তার বাবার শাসনকে তুচ্ছ করে,কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
6. ঈশ্বরভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।
7. জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়,কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।
8. দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন,কিন্তু খাঁটি লোকদের প্রার্থনায় তিনি খুশী হন।
9. সদাপ্রভু দুষ্টদের পথ ঘৃণা করেন,কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায়তাদের তিনি ভালবাসেন।
10. যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।
11. সদাপ্রভু তো ধ্বংসস্থান, অর্থাৎ মৃতস্থান দেখতে পান;তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
12. ঠাট্টা-বিদ্রূপ কারী সংশোধনের কথা পছন্দ করে না;সে জ্ঞানীদের কাছে যায় না।
13. অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।
14. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের খোঁজ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15. দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন।
16. অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েসদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের সংগে অল্পও ভাল।
17. ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
18. রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
19. অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত,কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।