9. অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়েএকে অন্যের সংগে বাঁধা থাকে,কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে মংগল করবার ইচ্ছা দিয়ে।
10. যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে;একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।
11. দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।
12. একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়,কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।
13. হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে,আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।
14. অবিশ্বস্ত লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।
15. বোকা লোক সব কথাই বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।
16. জ্ঞানী লোক মন্দকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।