16. জ্ঞানী লোক মন্দকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।
17. বদমেজাজী লোক বোকার মত কাজ করে,আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।
18. বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা,আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান।