20. জ্ঞানীদের সংগে যে চলাফেরা করে সে জ্ঞানী হয়,কিন্তু যে লোক বিবেচনাহীনদের সংগী তার ক্ষতি হয়।
21. অমংগল পাপীদের পিছনে পিছনে ছুটে আসে,কিন্তু মংগল হল ঈশ্বরভক্তদের পাওনা।
22. ভাল লোক তার নাতিপুতিদের জন্য অধিকার রেখে যায়,কিন্তু পাপীর ধন ঈশ্বরভক্তদের জন্যই জমা করা হয়।
23. গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়,কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।
24. যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না,কিন্তু যে তাকে ভালবাসেসে তার শাসনের দিকে মনোযাগ দেয়।