হিতোপদেশ 12:11-14 পবিত্র বাইবেল (SBCL)

11. যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে,কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার বুদ্ধির অভাব আছে।

12. দুষ্টেরা মন্দ লোকদের লুট করা জিনিস পেতে চায়,কিন্তু ঈশ্বরভক্ত লোকদের জীবন ফল দান করে।

13. মন্দ লোক তার পাপে পূর্ণ কথাবার্তার দ্বারা ফাঁদে পড়ে,কিন্তু ঈশ্বরভক্ত লোক কষ্ট থেকে রেহাই পায়।

14. মানুষ তার কথার দ্বারা মংগলে পরিপূর্ণ হতে পারে,আর তার কাজ অনুসারে সে ফল পায়।

হিতোপদেশ 12