6. সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের রক্ষা করে,কিন্তু অবিশ্বস্ত লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।
7. দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়;তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।
8. ঈশ্বরভক্ত লোক কষ্ট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই কষ্ট দুষ্ট লোকের উপরে এসে পড়ে।