10. যে লোক চোখ টিপে ইশারা করে সে দুঃখ দেয়;বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
11. ঈশ্বরভক্তের মুখ জীবনের ফোয়ারার মত,কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাবতাদের মুখের কথায় ঢাকা পড়ে।
12. ঘৃণা ঝগড়া-বিবাদ জাগিয়ে তোলে,কিন্তু ভালবাসা সমস্ত অন্যায় ঢেকে রাখে।
13. যাদের বিচারবুদ্ধি আছে তাদের মুখে জ্ঞান পাওয়া যায়,কিন্তু যাদের বুদ্ধি নেই তাদের পিঠের জন্য আছে লাঠি।
14. জ্ঞানী লোক জ্ঞান জমা করে,কিন্তু অসাড়-বিবেকের মুখ সর্বনাশ ডেকে আনে।
15. ধনীর ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;গরীবদের অভাবই হল তাদের সর্বনাশ।