হিতোপদেশ 10:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. শলোমনের সৎ উপদেশ।জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে,কিন্তু বিবেচনাহীন ছেলে মায়ের জীবনে দুঃখ আনে।

2. অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না,কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে উদ্ধার করে।

3. সদাপ্রভু তাঁর ভক্তদের খিদেয় কষ্ট পেতে দেন না,কিন্তু তিনি দুষ্টদের কামনা-বাসনা পূর্ণ হতে দেন না।

4. অলসতা মানুষকে গরীব করে,কিন্তু পরিশ্রম ধন নিয়ে আসে।

হিতোপদেশ 10