26. তখন তোমাদের ধ্বংস দেখে আমি হাসব,তোমাদের উপর বিপদ নেমে আসলে তামাশা করব।
27. বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে,ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে,দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে,আমি তামাশা করব।
28. “বুদ্ধিহীনেরা তখন আমাকে ডাকবে কিন্তু আমি সাড়া দেব না;তারা আমার খোঁজ করবে কিন্তু আমাকে খুঁজে পাবে না।
29. তারা জ্ঞানকে ঘৃণা করেছেআর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে চায় নি।
30. সেইজন্য আমার উপদেশ তারা গ্রহণ করে নি,আর সংশোধনের জন্য আমি যা বলেছি তা পায়ে দলেছে;
31. কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, বিদ্রূপনিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে।
32. বোকা লোকদের বিপথে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হবে,বিবেচনাহীনদের নিশ্চিন্ত মনোভাব তাদের ধ্বংস করবে;
33. কিন্তু যারা আমার কথা শোনে তারা নিরাপদে বাস করবে;তারা শান্তিতে থাকবে, অমংগলের ভয় করবে না।”