হিতোপদেশ 1:13-20 পবিত্র বাইবেল (SBCL)

13. তাহলে আমরা নানা রকমের দামী জিনিস পাব,আর লুটের জিনিস দিয়ে আমাদের বাড়ী-ঘর ভরব।

14. আমাদের সংগেই তোমার ভাগ্য তুমি জুড়ে নাও,আমাদের টাকার থলি একটাই হবে।”

15. ছেলে আমার, তুমি ওদের সংগে যেয়ো না,ওদের পথে তোমার পা ফেলো না;

16. কারণ ওদের পা পাপের দিকে দৌড়ায়,খুন করবার জন্য ওরা ছুটে চলে।

17. লোকে বলে, “পাখীর চোখের সামনে জাল পাতলেকোন লাভ হয় না।”

18. এই লোকেরা নিজেরাই খুন হবার জন্য ওৎ পেতে থাকে,নিজেরাই শেষ হওয়ার জন্য লুকিয়ে থাকে।

19. মন্দ উপায়ে কোন কিছু লাভ করবার জন্য যারা ছোটেতাদের সকলের দশাই এই রকম হয়;তারা যা লাভ করে তা তাদের জীবন শেষ করে দেয়।

20. সুবুদ্ধি রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকে,বাজারে বাজারে আওয়াজ তোলে।

হিতোপদেশ 1