সখরিয় 9:8-12 পবিত্র বাইবেল (SBCL)

8. আক্রমণকারী সৈন্যদলের হাত থেকে আমি আমার লোকদের রক্ষা করব। কোন অত্যাচারী আর কখনও আমার লোকদের কাছে আসবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি।

9. “হে সিয়োন-কন্যা, খুব আনন্দ কর। হে যিরূশালেম, তুমি জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন; তিনি ন্যায়বান ও তাঁর কাছে উদ্ধার আছে; তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন।

10. আমি ইফ্রয়িমের রথ ও যিরূশালেমের যুদ্ধের ঘোড়া সব ধ্বংস করব আর যুদ্ধের ধনুক ভেংগে ফেলা হবে। তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন। তাঁর শাসন সাগর থেকে সাগর পর্যন্ত, ইউফ্রেটিস নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত চলবে।

11. হে যিরূশালেম, তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপনের রক্তের দরুন আমি তোমার বন্দীদের সেই জলশূন্য গর্ত থেকে মুক্ত করে দেব।

12. হে আশায় পূর্ণ বন্দীরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও; আজ আমি প্রতিজ্ঞা করছি যে, আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

সখরিয় 9