1. রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের কিষ্লেব নামে নবম মাসের চার দিনের দিন সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে প্রকাশিত হল।
2. সেই সময় সদাপ্রভুর আশীর্বাদ চাইবার জন্য বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাদের লোকদের পাঠিয়ে দিল।
3. তারা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ঘরের পুরোহিতদের ও নবীদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠাল, “আমরা এত বছর যেমন করে এসেছি সেইভাবে কি পঞ্চম মাসে শোক প্রকাশ ও উপবাস করব?”
4. তখন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে বললেন,
5. “তুমি দেশের সব লোক ও পুরোহিতদের বল, ‘তোমরা গত সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ তা সদাপ্রভুর উদ্দেশ্যে কর নি।
6. আর যখন তোমরা খাওয়া-দাওয়া করেছ তখন তা নিজেদের জন্যই করেছ।
7. যখন যিরূশালেম ও তার আশেপাশের শহরগুলোতে লোকজন বাস করছিল ও সেগুলোর অবস্থার উন্নতি হয়েছিল আর নেগেভ ও পশ্চিমের নীচু পাহাড়ী এলাকায় লোকদের বসতি ছিল তখনও সদাপ্রভু এই সব কথা আগেকার নবীদের মধ্য দিয়ে বলেছিলেন।’ ”
10. তোমরা বিধবা, অনাথ, বিদেশী ও গরীবদের উপর অত্যাচার কোরো না; মনে মনে একে অন্যের বিরুদ্ধে কুমতলব কোরো না।’
11. “কিন্তু তারা তা শুনতে চায় নি; একগুঁয়েমী করে তারা পিছন ফিরে তাদের কান বন্ধ করে রেখেছিল।
12. তারা তাদের অন্তর পাথরের মত শক্ত করেছিল এবং আইন-কানুন মানে নি। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমার আত্মা দ্বারা আগেকার নবীদের মধ্য দিয়ে যে বাক্য পাঠিয়েছিলাম তা-ও তারা শোনে নি। কাজেই আমার ভীষণ ক্রোধ জ্বলে উঠেছিল।
13. আমি ডাকলে পর তারা শোনে নি, তাই তারা ডাকলে আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু শুনি নি।
14. আমি অচেনা জাতিদের মধ্যে তাদের ছড়িয়ে দিয়েছিলাম। এর পরে তাদের দেশ এমন জনশূন্য হয়ে পড়েছিল যে, সেখানে কেউ যাওয়া-আসা করত না। এইভাবে তারা সেই সুন্দর দেশটাকে জনশূন্য করেছিল।”