সখরিয় 5:10-11 পবিত্র বাইবেল (SBCL)

10. তখন আমি সেই স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, “ওরা পাত্রটা কোথায় নিয়ে যাচ্ছে?”

11. উত্তরে তিনি বললেন, “তারা ওটা শিনিয়র দেশে নিয়ে যাচ্ছে। ওখানে সেই স্ত্রীলোকটার জন্য একটা ঘর তৈরী করা হবে। ঘর তৈরী হলে পর তাকে তার জায়গায় বসানো হবে।”

সখরিয় 5