সখরিয় 3:3-5 পবিত্র বাইবেল (SBCL)

3. তখন যিহোশূয় নোংরা কাপড় পরা অবস্থায় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে ছিলেন।

4. সেই দূত নিজের সামনে দাঁড়িয়ে থাকা অন্য দূতদের বললেন, “তার নোংরা কাপড়-চোপড় খুলে ফেল।” তারপর তিনি যিহোশূয়কে বললেন, “দেখ, আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে সুন্দর পোশাক পরাব।”

5. তখন আমি বললাম, “তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দেওয়া হোক।” সেইজন্য সেই দূতেরা তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দিলেন এবং তাঁকে পোশাক পরালেন। তখনও সদাপ্রভুর দূত তাঁদের কাছে দাঁড়িয়ে ছিলেন।

সখরিয় 3