সখরিয় 13:8-9 পবিত্র বাইবেল (SBCL)

8. গোটা দেশের তিন ভাগের দু’ভাগ লোককে মেরে ফেলা হবে, কিন্তু আমি সদাপ্রভু বলছি, তৃতীয় ভাগ তার মধ্যে বেঁচে থাকবে।

9. এই তৃতীয় ভাগকে আমি আগুনের মধ্যে নিয়ে যাব; রূপা খাঁটি করবার মত করে আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করবার মত তাদের যাচাই করব। তারা আমাকে ডাকবে আর আমি তাদের উত্তর দেব; আমি বলব, ‘এরা আমার লোক,’ আর তারা বলবে, ‘সদাপ্রভুই আমাদের ঈশ্বর।’ ”

সখরিয় 13