লূক 1:77-78-80 পবিত্র বাইবেল (SBCL)

8. একবার নিজের দলের পালার সময় সখরিয় পুরোহিত হিসাবে ঈশ্বরের সেবা করছিলেন।

9. পুরোহিতের কাজের চলতি নিয়ম অনুসারে গুলিবাঁট দ্বারা তাঁকেই বেছে নেওয়া হয়েছিল, যেন তিনি প্রভুর উপাসনা-ঘরের পবিত্র স্থানে গিয়ে ধূপ জ্বালাতে পারেন।

77-78. তুমি তাঁর লোকদের জানাবে,কিভাবে আমাদের ঈশ্বরের করুণার দরুনপাপের ক্ষমা পেয়েপাপ থেকে উদ্ধার পাওয়া যায়।তাঁর করুণায় স্বর্গ থেকে এক উঠন্ত সূর্যআমাদের উপর নেমে আসবেন,

79. যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছেতাদের আলো দিতে পারেন,আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।”

80. পরে যোহন বেড়ে উঠতে লাগলেন এবং অন্তরে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। ইস্রায়েলীয়দের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরু-এলাকায় ছিলেন।

লূক 1