লূক 1:66-69 পবিত্র বাইবেল (SBCL)

66. যারা এই সব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগল আর বলল, “বড় হয়ে এই ছেলেটি তবে কি হবে!” তারা এই কথা বলল, কারণ প্রভুর শক্তি এই ছেলেটির উপর দেখা গিয়েছিল।

67. পরে ছেলেটির পিতা সখরিয় পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে নবী হিসাবে এই কথা বলতে লাগলেন,

68. “ইস্রায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক,কারণ তিনি তাঁর নিজের লোকদের দিকেমনোযোগ দিয়েছেন আর তাদের মুক্ত করেছেন।

69. তিনি আমাদের জন্যতাঁর দাস দায়ূদের বংশ থেকেএকজন শক্তিশালী উদ্ধারকর্তা তুলেছেন।

লূক 1