লূক 1:3-6 পবিত্র বাইবেল (SBCL)

3. সেই সব বিষয় সম্বন্ধে প্রথম থেকে ভালভাবে খোঁজ-খবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমিও ভাল মনে করলাম।

4. এর ফলে আপনি যা জেনেছেন তা সত্যি কি না জানতে পারবেন।

5. হেরোদ যখন যিহূদিয়া প্রদেশের রাজা ছিলেন সেই সময়ে পুরোহিত অবিয়ের দলে সখরিয় নামে যিহূদীদের একজন পুরোহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল ইলীশাবেত। তিনিও ছিলেন পুরোহিত হারোণের একজন বংশধর।

6. তাঁরা দু’জনেই ঈশ্বরের চোখে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম তাঁরা নিখুঁতভাবে পালন করতেন।

41-42. ইলীশাবেত যখন মরিয়মের কথা শুনলেন তখন তাঁর গর্ভের শিশুটি নেচে উঠল। তিনি পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে জোরে জোরে বললেন, “সমস্ত স্ত্রীলোকদের মধ্যে তুমি ধন্যা এবং তোমার যে সন্তান হবে সেই সন্তানও ধন্য।

54-55. তিনি আমাদের পূর্বপুরুষদের কাছেযে প্রতিজ্ঞা করেছিলেন,সেইমতই তিনি তাঁর দাসইস্রায়েলকে সাহায্য করেছেন।অব্রাহাম ও তাঁর বংশের লোকদের উপরেচিরকাল করুণা করবার কথা তিনি মনে রেখেছেন।”

লূক 1