রোমীয় 6:7-9 পবিত্র বাইবেল (SBCL)

7. কারণ যে মরেছে সে পাপের হাত থেকে ছাড়া পেয়েছে।

8. আমরা যখন খ্রীষ্টের সংগে মরেছি তখন বিশ্বাস করি যে, তাঁর সংগে জীবিতও থাকব।

9. আমরা জানি খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনও মরবেন না, অর্থাৎ তাঁর উপরে মৃৃত্যুর আর কোন হাত নেই।

রোমীয় 6