রোমীয় 3:9-12 পবিত্র বাইবেল (SBCL)

9. এখন আমরা কি বলব? যিহূদী হিসাবে আমাদের অবস্থা কি অযিহূদীদের চেয়ে ভাল? মোটেই না। আমরা তো আগেই বলেছি, যিহূদী-অযিহূদী সবাই পাপের অধীন।

10. পবিত্র শাস্ত্রে লেখা আছে:নির্দোষ কেউ নেই, একজনও নেই;

11. কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে না,কেউ ঈশ্বরের ইচ্ছামত কাজ করে না।

12. সবাই ঠিক পথ থেকে সরে গেছে,সবাই একসংগে খারাপ হয়ে গেছে।ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

রোমীয় 3