যোহন 12:11-13 পবিত্র বাইবেল (SBCL)

11. কারণ লাসারের জন্য যিহূদীদের মধ্যে অনেকেই নেতাদের ছেড়ে যীশুর উপর বিশ্বাস করছিল।

12. যে সব লোক পর্বে গিয়েছিল তারা পরদিন শুনতে পেল যীশু যিরূশালেমে আসছেন।

13. তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগল,“হোশান্না, যিনি প্রভুর নামে আসছেনতাঁর গৌরব হোক।তিনিই ইস্রায়েলের রাজা।”

যোহন 12