যোহন 11:35-38 পবিত্র বাইবেল (SBCL)

35. তখন যীশু কাঁদলেন।

36. তাতে যিহূদীরা বলল, “দেখ, উনি লাসারকে কত ভালবাসতেন।”

37. কিন্তু যিহূদীদের মধ্যে কেউ কেউ বলল, “অন্ধের চোখ যিনি খুলে দিয়েছেন তিনি কি এমন কিছু করতে পারতেন না যাতে লোকটি মারা না যেত?”

38. এতে যীশু অন্তরে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা। সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল।

যোহন 11