7. যিহোশূয় বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি কেন আমাদের এই জাতিকে যর্দন পার করে এনে ধ্বংস করবার জন্য ইমোরীয়দের হাতে তুলে দিলে? হায়, আমরা যদি যর্দনের ওপারে থেকেই খুশী থাকতাম!
8. হে প্রভু, ইস্রায়েলীয়েরা শত্রুদের কাছে হার মেনে পালিয়ে আসবার পরে আমার আর বলবার কি থাকতে পারে?
9. কনানীয়েরা এবং এই দেশের অন্যান্য লোকেরা এই কথা শুনতে পাবে আর তারা আমাদের ঘেরাও করবে এবং দুনিয়ার বুক থেকে আমাদের নাম মুছে ফেলবে। এর পর তুমি কি করে তোমার সুনাম রক্ষা করবে?”