যিহোশূয় 4:4-5 পবিত্র বাইবেল (SBCL)

যিহোশূয় ইস্রায়েলীয়দের প্র্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে যে বারোজনকে নিযুক্ত করেছিলেন তাদের ডেকে বললেন, “তোমরা যর্দন নদীতে নেমে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকের কাছে যাও এবং ইস্রায়েলীয়দের বারোটা গোষ্ঠীর জন্য প্রত্যেকে একটা করে মোট বারোটা পাথর কাঁধে তুলে নাও।

যিহোশূয় 4

যিহোশূয় 4:1-12