যিহোশূয় 4:14-21 পবিত্র বাইবেল (SBCL)

14. সেই দিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলীয়দের চোখে যিহোশূয়কে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মোশির মত করে যিহোশূয়ের সারা জীবন ধরে তাঁকে ভক্তি করেছিল।

15. সদাপ্রভু যিহোশূূয়কে বলেছিলেন,

16. “সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের যর্দন নদী থেকে উঠে আসবার আদেশ দাও।”

17. সেইজন্য যিহোশূয় পুরোহিতদের যর্দন নদী থেকে উঠে আসবার আদেশ দিয়েছিলেন।

18. তাতে যে পুরোহিতেরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা নদীর মাঝখান থেকে উঠে এসে শুকনা মাটিতে পা দেওয়ার সংগে সংগে নদীর স্রোত আবার বইতে লাগল এবং আগের মতই তার দু’পার জলে ভেসে গেল।

19. বছরের প্রথম মাসের দশ দিনের দিন লোকেরা যর্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব সীমানায় গিল্‌গলে গিয়ে ছাউনি ফেলল,

20. আর যিহোশূয় এই গিল্‌গলেই যর্দন থেকে তুলে আনা বারোটা পাথর রাখলেন।

21. তারপর তিনি ইস্রায়েলীয়দের বললেন, “ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের বাবাদের জিজ্ঞাসা করবে,

যিহোশূয় 4