যিহোশূয় 4:13-16 পবিত্র বাইবেল (SBCL)

13. যুদ্ধ করবার জন্য প্রায় চল্লিশ হাজার লোক অস্ত্র হাতে সদাপ্রভুকে সামনে রেখে নদী পার হয়ে যিরীহোর সমভূমিতে গেল।

14. সেই দিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলীয়দের চোখে যিহোশূয়কে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মোশির মত করে যিহোশূয়ের সারা জীবন ধরে তাঁকে ভক্তি করেছিল।

15. সদাপ্রভু যিহোশূূয়কে বলেছিলেন,

16. “সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের যর্দন নদী থেকে উঠে আসবার আদেশ দাও।”

যিহোশূয় 4