তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে সমস্ত ইস্রায়েলীয়দের চোখে আমি তোমার সম্মান বৃদ্ধি করতে আরম্ভ করব, যাতে তারা বুঝতে পারে যে, আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও আছি।