যিহোশূয় 3:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. যিহোশূয় খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েলীয়দের সংগে শিটীম থেকে রওনা হয়ে যর্দন নদীর কাছে গেলেন। নদীটা পার না হওয়া পর্যন্ত তারা সেখানে রইল।

2-3. তিন দিন পরে নেতারা ছাউনির সব জায়গায় গিয়ে লোকদের এই আদেশ দিলেন, “যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি লেবীয় পুরোহিতদের বয়ে নিয়ে যেতে দেখবে তখন তোমরা তোমাদের জায়গা ছেড়ে তার পিছনে পিছনে চলতে থাকবে।

4. তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন্‌ পথে যেতে হবে, কারণ তোমরা এর আগে কখনও এই পথে যাও নি। কিন্তু তোমরা সাক্ষ্য-সিন্দুকের কাছ থেকে প্রায় দু’হাজার হাত দূরে থাকবে, তার কাছে যাবে না।”

5. এর পর যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের শুচি করে নাও, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে অনেক আশ্চর্য কাজ করবেন।”

6. পরে তিনি পুরোহিতদের বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে নদী পার হয়ে যান।” কাজেই তাঁরা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে যেতে লাগলেন।

15-16. ফসল কাটবার গোটা সময়টাতে সাধারণতঃ যর্দন নদীর দু’পারই জলে ভেসে যায়। কিন্তু সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দনের কাছে পৌঁছাবার পর যেই তাঁরা জলে পা দিলেন অমনি উপর থেকে ভাটির দিকে বয়ে আসা জলের স্রোত থেমে গেল। সেই জল অনেক দূরে সর্তন শহরের কাছাকাছি আদম গ্রামের কাছে উঁচু হয়ে দাঁড়িয়ে গেল; আর তাতে যে জল অরাবার সাগরের দিকে, অর্থাৎ লবণ সমুদ্রের দিকে বয়ে যাচ্ছিল তা একেবারে বন্ধ হয়ে গেল। এতে ইস্রায়েলীয়েরা যিরীহো শহরের ঠিক উল্টা দিক থেকে নদীটা পার হল।

যিহোশূয় 3