যিহোশূয় 21:1-13-16 পবিত্র বাইবেল (SBCL)

1. লেবি-গোষ্ঠীর বংশকর্তারা পুরোহিত ইলিয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের অন্যান্য গোষ্ঠীর বংশ-কর্তাদের কাছে গেলেন।

11. যিহূদা-গোষ্ঠীর পাহাড়ী এলাকার কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল। অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ।

12. তবে হিব্রোণের চারপাশের জায়গা ও গ্রামগুলো আগেই যিফুন্নির ছেলে কালেবকে সম্পত্তি হিসাবে দেওয়া হয়েছিল।

13-16. কাজেই হিব্রোণ, লিব্‌না, যত্তীয়, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বৈৎ-শেমশ এবং সেগুলো সংগেকার পশু চরবার মাঠ পুরোহিত হারোণের বংশধরদের দেওয়া হল। এর মধ্যে হিব্রোণ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর। এই দুই গোষ্ঠীর জায়গা থেকে এই নয়টা গ্রাম ও শহর তাদের দেওয়া হল।

যিহোশূয় 21