যিহোশূয় 19:3-5-9 পবিত্র বাইবেল (SBCL)

3-5. হৎসর-শূয়াল, বালা, এৎসম, ইল্‌তোলদ, বথূল, হর্মা, সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা,

6. বৈৎ-লবায়োৎ ও শারূহন নামে তেরটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম।

7-8. এছাড়া ঐন্‌, রিম্মোন, এথর ও আশন নামে চারটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম এবং বালৎ-বের, অর্থাৎ নেগেভের রামা পর্যন্ত ঐ সব শহরের চারপাশের অন্যান্য সমস্ত গ্রামও তারা পেয়েছিল। এই হল শিমিয়োন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি।

9. সেই সম্পত্তি যিহূদা-গোষ্ঠীর ভাগ থেকে নেওয়া হয়েছিল, কারণ যিহূদা-গোষ্ঠীর দরকারের চেয়েও বেশী জায়গা তাদের ভাগে পড়েছিল। সেইজন্যই যিহূদা-গোষ্ঠীর জায়গার মধ্যে শিমিয়োন-গোষ্ঠী তাদের সম্পত্তি পেয়েছিল।

42-44. শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিম্না, ইক্রোণ, ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,

49-50. দেশটা ভাগ করে দেওয়া শেষ হয়ে গেলে পর ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর আদেশ অনুসারে নূনের ছেলে যিহোশূয়কে দেশের মধ্যে একটা সম্পত্তি দিল। তারা তাঁকে ইফ্রয়িম-গোষ্ঠীর জায়গার মধ্যে পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহ গ্রামটা দিল। তিনি ঐ গ্রামটাই চেয়েছিলেন। সেটা নতুনভাবে তৈরী করে নিয়ে যিহোশূয় সেখানে বাস করতে লাগলেন।

যিহোশূয় 19