যিহোশূয় 15:40-47 পবিত্র বাইবেল (SBCL)

40. কব্বন, লহমম, কিৎলীশ,

41. গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা। এই ষোলটা শহর এবং এগুলোর আশেপাশের সব গ্রাম তারা পেয়েছিল।

42-44. লিব্‌না, এথর, আশন, যিপ্তহ, অশ্‌না, নৎসীব, কিয়ীলা, অক্‌ষীব ও মারেশা। এই নয়টা শহর ও এগুলোর আশেপাশের সব গ্রাম তারা পেয়েছিল।

45. ইক্রোণ শহর এবং তার আশেপাশের জায়গা ও গ্রামগুলো,

46. ইক্রোণের পশ্চিম দিকে অস্‌দোদের সমস্ত গ্রাম,

47. অস্‌দোদ এবং তার আশেপাশের সমস্ত জায়গা ও গ্রাম এবং মিসরের শুকনা নদী ও ভূমধ্য সাগরের কিনারা পর্যন্ত গাজা ও তার আশেপাশের সমস্ত জায়গা ও এই সব গ্রাম তারা পেয়েছিল।

যিহোশূয় 15