32. লবায়োৎ, শিল্হীম, ঐন ও রিম্মোণ। মোট ঊনত্রিশটা শহর এবং তাদের আশেপাশের গ্রামগুলো তারা পেয়েছিল।
33. নীচু পাহাড়ী এলাকার মধ্যে তারা যে সব শহর ও গ্রাম পেয়েছিল সেগুলো হল:ইষ্টায়োল, সরা, অশ্না,
34. সানোহ, ঐন্-গন্নীম, তপূহ, ঐনম,
35. যর্মূৎ, অদুল্লম, সোখো, অসেকা,
36. শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম। এই চৌদ্দটা শহর ও তাদের আশেপাশের গ্রামগুলো তারা পেয়েছিল।
37-39. সনান, হদাশা, মিগ্দল্-গাদ, দিলিয়ন, মিসপী, যক্তেল, লাখীশ, বস্কৎ, ইগ্লোন,
40. কব্বন, লহমম, কিৎলীশ,