20. যিহূদা-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে সম্পত্তি দেওয়া হল তা এই।
21. ইদোমের কাছে নেগেভে তাদের এলাকার একেবারে দক্ষিণে তারা যে শহর ও গ্রামগুলো পেয়েছিল সেগুলোর নাম হল:কব্সেল, এদর, যাগুর,
22. কীনা, দীমোনা, অদাদা,
23. কেদশ, হাৎসোর, যিৎনন,
24. সীফ, টেলম, বালোৎ,
25. হাৎসোর-হদত্তা, করিয়োৎ-হিষ্রোণ, অর্থাৎ হাৎসোর,
26-28. অমাম, শমা, মোলদা, হৎসর-গদ্দা, হিষ্মোন, বৈৎ-পেলট, হৎসর-শূয়াল, বের্-শেবা, বিষিয়োথিয়া,
29-31. বালা, ইয়ীম, এৎসম, ইল্তোলদ, কসীল, হর্মা, সিক্লগ, মদ্মন্না ও সন্সন্না,
32. লবায়োৎ, শিল্হীম, ঐন ও রিম্মোণ। মোট ঊনত্রিশটা শহর এবং তাদের আশেপাশের গ্রামগুলো তারা পেয়েছিল।
33. নীচু পাহাড়ী এলাকার মধ্যে তারা যে সব শহর ও গ্রাম পেয়েছিল সেগুলো হল:ইষ্টায়োল, সরা, অশ্না,
34. সানোহ, ঐন্-গন্নীম, তপূহ, ঐনম,