2-4. যে জায়গাগুলো এখনও দখল করা হয় নি তার মধ্যে রয়েছে মিসরের পূর্ব দিকের সীহোর নদী থেকে শুরু করে উত্তরের ইক্রোণের সীমা পর্যন্ত পলেষ্টীয় এবং গশূরীয়দের সমস্ত এলাকা। এই এলাকাটা কনানীয়দের জায়গা বলে ধরা হয়। সেখানে ঘষা, অস্দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণ নামে পাঁচজন পলেষ্টীয় শাসনকর্তার পাঁচটা শহর আছে, আর দক্ষিণে আছে অব্বীয়দের জায়গা। এছাড়া আরও অনেক জায়গা দখল করে নেবার বাকী আছে, তা হল সীদোনীয়দের অধীনে মিয়ারা থেকে ইমোরীয়দের সীমানায় অফেক পর্যন্ত কনানীয়দের সমস্ত জায়গা,
17. হিষ্বোন ও সমভূমির মধ্যেকার গ্রাম ও শহরগুলো। এই গ্রাম ও শহরগুলো হল দীবোন, বামোৎ-বাল, বৈৎ-বাল্-মিয়োন,
18. যহস, কদেমোৎ, মেফাৎ,
19. কিরিয়াথয়িম, সিব্মা, উপত্যকার মধ্যে পাহাড়ের উপরের সেরৎ-শহর,
20. বৈৎ-পিয়োর, পিস্গা পাহাড়ের ঢালু জায়গা এবং বৈৎ-যিশীমোৎ।
21. এগুলো ছিল সমভূমির মধ্যেকার গ্রাম ও শহর এবং হিষ্বোনের ইমোরীয় রাজা সীহোনের গোটা রাজ্য। মোশি এই রাজাকে এবং ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে মিদিয়নীয় সর্দারদের হারিয়ে দিয়েছিলেন। এঁরা ঐ এলাকায় বাস করতেন এবং সীহোনের অধীনে শাসনকর্তা ছিলেন।
22. যুদ্ধে যাদের মেরে ফেলা হয়েছিল তারা ছাড়া ইস্রায়েলীয়েরা বিয়োরের ছেলে গণক বিলিয়মকেও মেরে ফেলেছিল।
23. যর্দন নদী ছিল রূবেণীয়দের এলাকার পশ্চিম সীমানা। এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।
24-25. মোশি গাদ-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তার মধ্যে ছিল যাসের, গিলিয়দের সমস্ত গ্রাম এবং রব্বার কাছে অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক জায়গা।