3. এছাড়া কিন্নেরৎ সাগর থেকে অরাবার সাগর, অর্থাৎ লবণ সমুদ্র এবং বৈৎ-যিশীমোতের পথ পর্যন্ত আর দক্ষিণ দিকে পিস্গা পাহাড়ের নীচ পর্যন্ত অরাবা সমভূমির পূর্ব অংশটা তঁাঁর শাসনের অধীনে ছিল।
4. রফায়ীয়দের মধ্যে যারা বেঁচে ছিল বাশনের রাজা ওগ ছিলেন তাদের মধ্যে একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন।
5. হর্মোণ পাহাড়, সল্খা, গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত সমস্ত বাশন দেশটা এবং হিষ্বোনের রাজা সীহোনের রাজ্যের সীমা পর্যন্ত গিলিয়দের বাকী অর্ধেক অংশ তাঁর শাসনের অধীনে ছিল।